নব জীবন এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
2022-03-26
গতকাল ২৬ মার্চ ২০২২, নব জীবন এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। সকাল ০৮ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৬ শে মার্চের মার্চপাস্ট এবং ডিসপ্লেতে নব জীবন ইনস্টিটিউট দল অংশগ্রহণ করে এবং চমৎকার ডিসপ্লে প্রদর্শনের জন্য ২য় পুরষ্কার অর্জন করে। এরপর নব জীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে দিবস উদযাপন উপলক্ষে সকাল ১১ ঘটিকায় নব জীবন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব জীবন কার্যনির্বাহী কমিটির সদস্য আফরোজার রহমান খান চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব¡ আমাদের। আমরা আমাদের বর্তমান ও আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস ও গুরুত্ব¡ সম্পর্কে বোঝাবো, যাতে তারাও বাঙালির স্বাধীনতা যুদ্ধের কথা সারাজীবন মনে রাখে। সাথে সাথে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে জানার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিম সহ শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং নব জীবন এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক শেখ মফিজুর রহমান।