info@nobojibon.org Contact Us



নব জীবন এর আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালন

2022-03-25

গতকাল ২৫ মার্চ নব জীবন এর আয়োজনে জাতীয় জণহত্যা দিবস পালন করা হয়। সকাল ০৯ টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর দিবসটি পালন উপলক্ষে নব জীবন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী, নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নব জীবন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, প্রজেক্ট ম্যানেজার মোঃ আলমগীর হোসেন এবং নব জীবনের প্রশাসন ও মানব সম্পদ বিষয়ক কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বক্তারা বলেন, ২৫ শে মার্চ যে গনহত্যা চালানো হয়েছিল তাতে তাদের একটাই উদ্দেশ্য ছিল এদেশের শক্তি, জ্ঞান, মেধা ও সাধারণত যারা চালিকাশক্তি তাদের ধ্বংস করা। যাতে তারা আর মাথা তুলে দাড়াতে না পারে। ৭০ সালের নির্বাচনের পরে যখন ক্ষমতা পরিবর্তনের জন্য তালবাহানা করতে থাকে, এরপর বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষন পশ্চিম পাকিস্তানিদের গায়ে জালা ধরিয়ে দিয়েছিল। সেদিন মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাংলাদেশীদের ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে ঘৃন্যতম ভয়াবহ গণহত্যার নজির। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক চালানো ওই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। ২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণকরা হচ্ছে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন যে, তাদেরকে মুক্তিযুদ্ধ এবং ইতিহাসের সঠিক চর্চা করতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ আত্মনিয়োগ করতে হবে। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত বর্বরোচিত সেই ভয়াবহ কালো রাত্রির বিবরণ উপস্থাপন করেন। এছাড়া শিক্ষকমন্ডলী, নব জীবন এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে সেই ভয়াবহ গনহত্যায় শাহাদাতবরনকারী বাঙালীদের রুহের মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টাল হেড বাচ্চু মুনশি।