info@nobojibon.org Contact Us



বিশ্ব ঐতিহ্যে বঙ্গবন্ধুর প্রামান্য দলিল ঐতিহাসিক ৭ই মার্চ নব জীবনে পুরষ্কার বিতরন ও আলোচনা সভায় বক্ত

2022-03-07

নব জীবনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার এবং আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটিতে নব জীবন, নবজীবন ইনন্সটিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা সহ সকল সেকশনের সদস্যরা উপস্থিত ছিলেন। নব জীবনের নিজস্ব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নব জীবন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কোঅর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিম প্রমুখ। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা অবিস্মরণীয় গৌরবের এক অনন্য দিন। সুদীর্ঘকালের আপোসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর এই তেজদৃপ্ত ঘোষণাই ছিল প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ থেকেই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চুড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। ১৯৬৬’র ৬-দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচনের পর যখন বাংলার জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা শুনতে অধীর আগ্রহে বসেছিল, তখনই ১৯৭১ সালের এই দিনে তৎ্কালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেছিলেন। সেদিন উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলার মুক্তিকামী জনতার উদ্দেশে বঙ্গবন্ধু প্রত্যেক  ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহবান জানিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহবান জানিয়ে ভাষণে বঙ্গবন্ধু আরো বলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। সেই মহান নেতার স্বপ্ন সোনার বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর প্রধান বাচ্চু মুনশি। এ সময় ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা  উপস্থিত ছিলেন।