info@nobojibon.org Contact Us



নব জীবন এর উদ্যোগে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ

2021-01-19

গতকাল নবজীবন এ উদ্যোগে ডিজএ্যাডভানটেজড চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট উইথ ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার প্রজেক্ট, ফেজ-০৩ এর আওতায় স্পন্সরশীপ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নবজীবন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামসুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা এর উপ-পরিচালক (অঃ দাঃ) মোঃ রোকনুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমাজের অবহেলিত শ্রেণির পাশে নবজীবন এর এই উদ্যোগ সত্যিই প্রশংশনীয়। শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কোমলমতি শিশুদের উৎসাহিত করেন। সাথে সাথে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে যাতে শিশুরা সঠিকভাবে এগিয়ে যায় তার জন্য অভিভাবক/অভিভাবিকাদের দৃষ্টি আকর্ষন করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে সকাল ১০ টায় নবজীবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, নবজীবন সংস্থার নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম এবং নবজীবন ইনষ্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শেষাংশে উপকারভোগী শিশু শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান।